আপনি একা নন। - Level-03 Parallel Universe

 আপনি একা নন। 


লেভেল ৩ প্যারালাল ইউনিভার্স এর তত্ত্ব অনুযায়ী হিলবার্ট স্পেস নামক তাত্ত্বিক ও বিমূর্ত স্থানে অসংখ্য ইউনিভার্স রয়েছে এবং এগুলো পরস্পর সহাবস্থান করছে। হিলবার্ট স্পেস হলো এমন এক জায়গা যেখানে মাত্রার সংখ্যা অসীম। এই তত্ত্ব আমাদের বলে আমরা যেই জায়গাতে বাস করছি সেই জায়গাতেই আরো অনেক ইউনিভার্স রয়েছে কিন্তু তারা ভিন্ন মাত্রা বা ডাইমেনশন এ থাকার কারণে আমরা পরস্পরের সাথে যোগাযোগ করতে পারিনা।(আমরা ইউক্লিডিয়ান মাত্রার জগতে বাস করি অর্থাৎ x,y and z ) যোগাযোগ করতে না পারলেও প্যারালাল ইউনিভার্স গুলোর সব আপনি আপনার জীবনের সব মুহূর্ত, সিদ্ধান্ত গুলোকে প্রভাবিত করছে। ইংরেজিতে বলতে গেলে , “If you stay where you are, you’ll run into yourself”....



Fig: Hilbert space filling curve


Comments