জেট ইঞ্জিন আর নিউটনের তৃতীয় সূত্র: গ্যাসের ধাক্কায় আকাশজয়!
জেট ইঞ্জিন আর নিউটনের তৃতীয় সূত্র : গ্যাসের ধাক্কায় আকাশজয় ! কখনো কি ভেবে দেখেছেন বিমান কিভাবে সামনে এগিয়ে চলে ? Fighter Jet গুলো কীভাবে এতো দ্রুত ছুটে চলে ? আমরা সবাই জানি যে , বিমানকে বাতাসের বাধা ঠেলে সামনে এগুতে হয়। বিমানের উপর বাতাসের এই বাধাকে বলা হয় ড্র্যাগ ফোর্স। আর বিমানের ভরের বিরুদ্ধে কাজ করে উপরে উঠানোর কাজ করে লিফ্ট ফোর্স। লিফ্ট ফোর্স বিমানের উইং থেকে পাওয়া যায়। যাইহোক লিফ্ট ফোর্স তখনি পাওয়া যায় যখন বিমানটি তার যাত্রা শুরু করে এবং বাতাস আর উইং এর মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি হয় । চিত্র ১ : একটি উড্ডয়নরত বিমানের উপর কার্যরত বলসমূহ [1] তাই আকাশে উড়ার জন্য বিমানকে প্রথমে গতিশীল করা প্রয়োজন। বিমানের মতোই যেকোনো একটি স্থির বস্তুকে গতিশীল করার জন্য তথা বস্তুর ভরবেগের পরিবর্তন করার জন্য নিউটন এর গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী উক্ত বস্তুর উপর বল প্রয়োগ করা প্রয়োজন। কার্যকরী এই বাহ্যিক বল প্রয়োগের প্রয়োজন থেকেই আসে বিভিন্ন ...