⏱সময়ের আপেক্ষিকতা কিভাবে এলো?/ আইনস্টাইন এর “Special Theory of Relativity” এর একটি গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন:
⏱ সময়ের আপেক্ষিকতা কিভাবে এলো?/ আইনস্টাইন এর “Special Theory of Relativity” এর একটি গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন: ধরুন দুইটি ট্রেন একই দিকে ছুটছে। একটার বেগ ঘন্টায় ৬০ কিলোমিটার এবং আরেকটার বেগ ঘন্টায় ৪০ কিলোমিটার। এখন আপনাকে প্রথমে দুইটা ট্রেন এর বাইরে স্টেশন এ রাখা হলো। আপনি কি দেখবেন? ট্রেন দুইটা স্বাভাবিক গতিতে চলছে অর্থাৎ একটা ৬০ আরেকটা ৪০। এইবার আপনাকে ৪০ কিলোমিটার/ঘন্টা বেগে চলমান ট্রেন এ উঠিয়ে দেওয়া হলো। এবার বলুনতো আপনার পাশে ছুটে চলা ৬০ km/h এর ট্রেনকে আপনি কত বেগে আপনাকে ছাড়িয়ে যেতে দেখবেন ? এক্সাক্টলি!!! ২০ কিলোমিটার/ঘন্টা বেগে। অর্থাৎ স্থির অবস্থায় আপনার সাপেক্ষে ৬০ কিলোমিটার/ঘন্টা বেগে চলমান ট্রেন টির বেগ চেঞ্জ হয়ে গেলো। কখন চেঞ্জ হলো ? যখন আপনি প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করলেন। এই কনসেপ্ট কে ক্লাসিকাল মেকানিক্স এর ভাষায় বলা হয় “বেগের আপেক্ষিকতা”...আইনস্টাইন ম্যাক্সওয়েল এর ইলেক্ট্রোডিনামিক্স এর থিওরি স্টাডি করে দেখলেন আলোর বেগ সবসময় একটি ধ্রুবক। অর্থাৎ, প্রসঙ্গ পর্যবেক্ষক এর কাঠামো যতই চেঞ্জ করা হোক আলোর বেগ সবসময় ধ্রুবক থাকবে। কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আমরা জানি বেগে...